প্রাইভেসি পলিসি
bestmarketplacebd.com
bestmarketplacebd.com ওয়েবসাইটের প্রাইভেসি পলিসিতে উল্লেখিত সকল নিয়মাবলি এই ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার আগে এটা নিশ্চিত করে নিন যে আপনি আমাদের শর্ত এবং নিয়মের ব্যাপারে অবগত আছেন। সুতরাং আপনাকে bestmarketplacebd.com এর প্রাইভেসি পলিসি এবং ডিসক্লেইমার বা টার্মস এন্ড কন্ডিশন পাতা দুটি মনযোগ সহকারে পড়ার অনুরোধ করা হলো। আমাদের প্রাইভেসি পলিসিতে যদি কোনো ধরনের পরিবর্তন আসে, তাহলে আমরা এই পেজেই সকল তথ্য গুলি সনযুক্ত করবো।
ব্যক্তিগত তথ্যঃ
bestmarketplacebd.com-এ রিভিউ দেয়ার সময়ে আমরা ব্যবহারকারীদের নাম, ই-মেইল, আইপি এড্রেস সংরক্ষন করে থাকি যা আমরা কোন থার্ড পার্টি কারও সাথে শেয়ার করি না, এমনকি নিউজলেটার সাবসক্রিপশনের জন্যেও না।
ইমেইল/অন্যান্য বার্তা সংক্রান্ত পলিসিসমূহঃ
প্রতিটি সাবস্ক্রাইবার সাবক্রাইব করে এই মর্মে অনুমতি প্রদান করেন যে, আমরা তাদেরকে তথ্যমূলক, সেবামূলক, প্রোমোশনাল ইত্যাদি ধরণের ইমেইল/বার্তা পাঠানোর অধিকার সংরক্ষন করি।
আমাদের পাঠানো বার্তা সমূহের সাথেই Unsubscribe করার অপশন থাকে, যেটা দিয়ে আপনি চাইলে যে কোন সময় লিস্ট থেকে নিজেকে Remove করতে পারেন।
আমাদের লিস্ট কখনোই স্প্যামিং এ ব্যবহার করা হয় না কিংবা কারো সাথে শেয়ারও করা হয় ।
অন্যান্য তথ্যঃ
আপনি bestmarketplacebd.com সাইটটি মুক্তভাবে ভিজিট করতে পারবেন। bestmarketplacebd.com ওয়েবসাইটকে কোন প্রকার ব্যক্তিগত তথ্য দিতে হবে না। “রকমারী শিশু ঘর” এর ওয়েব সার্ভার শুধুমাত্র আইপি এড্রেস, ব্রাউজার এর তথ্য এবং আপনার ভিজিটের সেশন স্টোর করে থাকে। আপনার কোন প্রকার নাম বা ই-মেইল আমাদের কাছে থাকে না। bestmarketplacebd.com ইউজারের সার্চ কি-ওয়ার্ড স্টোর করে থাকে যাতে সে ব্যবহারকারীদের অনুসন্ধানকৃত বিষয়গুলো লিপিবদ্ধ করতে পারে অথবা লিপিবদ্ধকৃত বিষয়গুলোকে আরও সহায়ক করে তোলা যায়।
কুকিজঃ
আপনি যখন আমাদের bestmarketplacebd.com ওয়েবসাইট ব্যবহার করবেন তখন আমরা আপনার কম্পিউটার বা মোবাইলে এক বা একাধিক কুকিজ প্রেরণ করবো। আমাদের সেবার মান উন্নয়ন, আপনার অবস্থান নির্ণয়, আপনার সার্চের বিষয়বস্তু এবং আপনি কি কি বিষয় প্রাধান্য দিচ্ছেন তা নির্নয়ের জন্য আমরা এই কুকিজগুলো ব্যবহার করে থাকি। আপনাদেরকে নিরবচ্ছিন্নভাবে সেবা দেয়ার জন্য আমাদের এই তথ্যগুলো অত্যন্ত প্রয়োজনীয়।
গুগল সার্ভিসঃ
bestmarketplacebd.com এর সমন্বিত পরিসংখ্যান, ব্যবহারবিধি ও ওয়েবসাইটের প্রাসঙ্গিক তথ্যাবলি গুগল এনালাইটিক্সের সাথে বিভিন্ন সময়ে আদান-প্রদান করা হয়ে থাকে। এটি একক ব্যবহারকারীর তথ্য নয় বরং বহু ব্যবহারকারীর সম্মিলিত পছন্দ-অপছন্দের প্রতিফলক। এই তথ্য ব্যবহার করে আপনাকে এককভাবে চিহ্নিত করা সম্ভব নয়। প্রতি মাসে সংগৃহীত এই তথ্যের সাহায্যে bestmarketplacebd.com-এ কোন বিষয়গুলো জনপ্রিয়, ব্যাবহারকারীরা কি নিয়ে বেশি খোঁজ করছেন, সামগ্রিক পছন্দের প্রতিফলন ইত্যাদি নিরূপণ করা হয়। এ ব্যাপারে গুগল এনালাইটিক্সের টার্মস এন্ড কন্ডিশনস এবং প্রাইভেসি পলিসি দেখতে পারেন।
যে কোন ধরণের সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধন এর পূর্ণ ক্ষমতা bestmarketplacebd.com এর কর্তৃপক্ষ সংরক্ষন করে। যদি আরো বিস্তারিত তথ্য জানতে চান অথবা কোন অভিযোগ থেকে থাকে তাহলে তা bestmarketplacebd.com এর ফেসবুক পেজ কিংবা bestmarketplacebd.com ওয়েবসাইটের Contact Us পেজের মাধ্যমে জানাতে পারেন।