screen print

এই প্রিন্ট করলে প্রডাক্টের পরিমান বেশি হওয়া লাগে এবং এই প্রিন্ট সাধারনত এক কালার হয়। ফোর কালারও হয় তবে তা করতে হলে প্রতি কালার প্রিন্টের জন্য টাকা বাড়তে থাকবে এবং নিদৃষ্ট একটা সময় পর প্রিন্ট নষ্ট হয়ে যাবে।