টার্মস এন্ড কন্ডিশনস
bestmarketplacebd.com
আমাদের পন্যগুলো কেনার মাধ্যমে আপনি হবেন আমাদের সম্মানিত ক্রেতা, আমাদের মধ্যে সম্পর্কটা খুব সুন্দর থাকুক এই প্রত্যাশায় পন্য কেনার পূর্বে দয়া করে আমাদের প্রাইভেসি পলিসি ও টার্মস এন্ড কন্ডিশনস গুলো খুব ভালভাবে পড়ে নিন। আমরা চাইনা আপনার এবং আমাদের মধ্যে কোন প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক । আমরা চাই আপনার সাথে আমাদের সম্পর্ক স্বচ্ছ রাখতে। আর এজন্যই আমাদের সুস্পষ্ট টার্মস এন্ড কন্ডিশনস গুলো নিম্নে উল্ল্যেখ করা হলোঃ-
সমস্ত শর্তাবলী ক্লায়েন্টকে আমাদের সহায়তার প্রক্রিয়াটি গ্রহণ করার জন্য প্রয়োজনীয় অফার, গ্রহণযোগ্যতা এবং বিবেচনাকে বোঝায় কোম্পানির উল্লিখিত পরিষেবাগুলির বিধানের ক্ষেত্রে ক্লায়েন্টের চাহিদা মেটানোর জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতিতে, এবং বাংলাদেশের-এর প্রচলিত আইন সাপেক্ষে।
কুকিজঃ
আমরা কুকিজ ব্যবহার করে থাকি।bestmarketplacebd.com-এ প্রবেশ করে, আপনি bestmarketplacebd.comএর প্রাইভেসি পলিসিতে উল্লেখিত কুকিজ ব্যবহার সংক্রান্ত বিস্তারিত জানতে পারেন।
লাইসেন্স/কপিরাইট সম্পর্কেঃ
bestmarketplacebd.com এর সমস্ত পন্য, ডিজাইন ও উপাদানের জন্য মেধা সম্পত্তির অধিকারের মালিক । এগুলির অধিকার সংরক্ষিত. আপনি এই টার্মস এন্ড কন্ডিশনস-এ উল্ল্যেখ করা বিধিনিষেধ সাপেক্ষে আপনার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য bestmarketplacebd.com থেকে এটি অ্যাক্সেস করতে পারেন৷
আমাদের অনুমতি ছাড়া অবশ্যই নিচে উল্ল্যেখিত কাজ গুলি করবেন না:
bestmarketplacebd.com থেকে গ্রহন কৃত পন্যের ডিজাইন বা উপাদান পুনঃপ্রকাশ
bestmarketplacebd.com এর কোন পন্য বিক্রি, ভাড়া দেয়া
bestmarketplacebd.com এর কোন পন্য পুনরুত্পাদন, অনুলিপি বা অনুলিপি করুন
bestmarketplacebd.com এর কোন পন্য পুনরায় বিতরণ
মন্তব্য ও রিভিউ প্রদানঃ
আপনি আমাদের ওয়েবসাইটে মন্তব্য পোস্ট করার অধিকার রাখেন এবং এটি করার জন্য সমস্ত প্রয়োজনীয় সুবিধা আমরা দিয়ে থাকি;
আপনার মন্তব্যগুলি যেন কোনও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকারকে আক্রমণ না করে , যার মধ্যে কোনও তৃতীয় পক্ষের কপিরাইট, পেটেন্ট বা ট্রেডমার্ক রয়েছে;
মন্তব্যে কোনো মানহানিকর, আপত্তিকর, অশ্লীল বা বেআইনি উপাদান রাখা যাবে না;
রিটার্ন পলিসি/মানিব্যাক গ্যারান্টিঃ
যেহেতু পন্য গুলো কেনার পূর্বে আমরা পন্যের ছবি দেখার সুযোগ দিচ্ছি এবং পন্যের সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে বা ফেসবুক পেজেই দিয়ে দিচ্ছি তাই এই পন্য গুলো রিটার্ন/মানিব্যাক এর ক্ষেত্রে আমরা পন্য ডেলিভারি নেয়ার ২৪ ঘন্টার মধ্যে আমাদেরকে জানানোর অনুরোধ করছি। বিস্তারিত জানতে রিটার্ন পলিসি/মানিব্যাক গ্যারান্টি পেজটি ভিজিট করুন।
হেল্প এন্ড সাপোর্টঃ
মানুষ মাত্রই সীমাবদ্ধ। হটাত, অনিবার্যকারনবশত, আমাদের যে কোন সার্ভিস বন্ধ/পরিবর্তন করার সম্পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করে। তবে যতক্ষন আমাদের প্রতিষ্ঠান, পন্য গুলো, সার্ভিস থাকবে এবং অ্যাডমিন/সাপোর্ট টিম হেল্প করার মত সুস্থ এবং সক্ষম থাকে ততক্ষন আমরা হেল্প/সার্ভিস প্রোভাইড করে থাকি। আমরা সাধারণত দিনে এক থেকে কয়েকবার আমাদের ইমেইল গুলো চেক করে সেগুলোর সমাধান দিয়ে থাকি, এবং আমাদের ফেসবুক পেজে ২৪ ঘন্টা উত্তর দেয়ার চেষ্টা করা হয়। চেস্টা করি যথাসম্ভব দ্রুত আপনার সমস্যাটি সমাধান করে দেয়ার জন্য।
কিছু জানতে চান?
মোবাইল থেকে সরাসরি ডায়াল করুন এই নম্বরে- 01777-901238 (10am-10pm)অথবা ফেসবুকে জিজ্ঞেস করুন এখানে ক্লিক করে কিংবা bestmarketplacebd.comওয়েবসাইটের Contact Us পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন । ধন্যবাদ